কলারোয়া সীমান্তে এক শিশুসহ আটক ৪

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় ভারত সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় স্বামী-স্ত্রী ও শিশু কন্যসহ ৪ ব্যক্তিকে আটক করেছে টহলরত বিজিবি।

মাদরা বিজিবি ক্যাম্পের সুবেদার আইনুল মল্লিক জানান, তিনি গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারেন যে শুক্রবার সকালের দিকে উপজেলার উত্তর ভাদিয়ালী সীমান্তের সোনাই নদীর মেইন পিলার ১৩/৩ এস এর ৮ আরবি’র নিকট দিয়ে অবৈধভাবে বিনা পাসপোর্র্টে ভারত সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে ৬০ গজের মধ্যে কয়েকজন ব্যক্তি প্রবেশ করেছে।

এ সময় তার ক্যাম্পের বিজিবির ল্যাঃ নায়েক আমিনুুল ইসলাম ওই স্থানে টহলরত অবস্থায় তাদেরকে আটক করেন। আটককৃতরা হল-সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চাদনীমুখা গ্রামের জাবেদ শেখের ছেলে মারুফ শেখ (৩৫), তার স্ত্রী নাজমা বিবি (৩০), মৃত রেজাউল শেখের মেয়ে রোখসানা (২৮)।

এছাড়া নাজমা বিবির সাথে থাকা মরিয়ম নামের একটি (৪ মাসের) শিশু কন্যা রয়েছে। এ ব্যাপারে মাদরা ক্যম্পের ল্যাঃ নায়েক আমিনুল ইসলাম বাদি হয়ে কলারোয়া থানায় পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করেছে বলে জানান থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ।



মন্তব্য চালু নেই