ট্যাম্পাকোর ঘটনায় আরো একজনের মৃত্যু
টঙ্গী বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো ফয়েল কারখানায় অগ্নিকাণ্ড ও ভবন ধসের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় মো. মনোয়ার হোসাইন (৪০) নামের ওই ব্যক্তি রাজধানীর নর্দান মেডিক্যাল কলেজ হাসপাতালের (এনএমসিএইচ) ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এনএমসিএইচ এর আইসিইউর আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নাফিউল ইসলাম বলেন, ‘গতকাল রাত সাড়ে ১১টায় তার (মনোয়ার) মৃত্যু হয়। তার শরীরের প্রায় ২০ শতাংশ দগ্ধ ছিল। অতিরিক্ত কার্বণ-ডাই-অক্সাইডের কারণে ফুসফুস ও খাদ্যনালী পুড়ে গিয়েছিল। পাশাপাশি বুকে ও মাথায় আঘাত বড় কিছুর আঘাত ছিল বলে আমরা পরীক্ষা-নীরিক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছি।’
গত ১০ সেপ্টেম্বর মনোয়ার হোসাইন ট্যাম্পাকোতে দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে আইসিইউতে জায়গা না থাকায় নর্দান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মৃতের লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া।
মনোয়ারের মৃত্যুতে ট্যাম্পাকো ফয়েল কারখানার ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে।
মন্তব্য চালু নেই