টঙ্গীর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মাহত সাকিব

গেল শনিবার গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৪ জন নিহত এবং আহত হয়েছেন অর্ধ শতাধিক।
টঙ্গীতে কারখানায় অগ্নিকাণ্ডের এই ঘটনায় ২৫ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মর্মাহত সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল ফ্যানপেজে ‘প্রে ফর টঙ্গী’ লেখা একটি ছবিও পোস্ট করেন।
সেখানে সাকিব লেখেন, ‘টঙ্গীতে ঘটে যাওয়া দুর্ঘটনাটি খুবই মর্মান্তিক। আমরা আশা করছি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং প্রার্থনা করছি যেন সৃস্টিকর্তা নিহতদের পরিবার পরিজনকে শক্তি দেন এই দুঃসময় পেরিয়ে যাওয়ার।’
মন্তব্য চালু নেই