টঙ্গীতে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২১
গাজীপুরের টঙ্গীর বিসিক মোড়ে শনিবার সকালে কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে গাজীপুর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১৭ জনের এবং ঢাকা মেডিকেলে ৪ জনের মরদেহ রয়েছে।
নিহতদের মধ্যে ওহিদুজ্জামান (৪০), অজ্ঞাত এক নারী (৩০), দেলোয়ার (৩৫) ও আনোয়ার হোসেনের (২৫) মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
এছাড়া সোলেমান (৩০), ইদরিস (৪০), আব্দুল হানান (৬৪), আল মামুন (৪০), শংকর (২৫), জাহাঙ্গীর আলম (৫০), শুভাষ চন্দ্র (৪০), রফিকুল ইসলাম (২৮), রেদোয়ান (৩৫), জয়নুল (৩৫), আনোয়ার হোসেন (৪০), আনিসুর রহমান (৪০), রাজেশ (২২), রাশেদ (২৮), এনামুল হক (৩৫), গোপাল দাশ (২৫) ও মো. হুসাইনের (৩০) মরদেহ গাজীপুর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রয়েছে।
এ ঘটনায় কারখানার ভবনের একাংশ ধসে পড়েছে। বিস্ফোরণের ফলে ওই ভবনটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।
মন্তব্য চালু নেই