রহিমানপুর ইউনিয়নের গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-৩

শরিফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলায় রহিমানপুর ইউনিয়নের এক গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে ঠাকুরগাঁও সদর থানার এস আই কমল কিশোর ঘোষ জানান।
গ্রেপ্তারকিত ব্যক্তিরা হলেন- চিলারং ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুর গফফারের ছেলে রুবেল-৩১।

উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. সহিদ ও -৩০, চিলারং ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত কাসিম উদ্দীনের ছেলে আরিফ হোসেন -৩২ গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গৃহবধূ বলেন, ছয় মাস আগে রহিমানপুর ইউনিয়নের গেদীপাড়া গ্রামে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্থানীয় সহিদ বিভিন্ন সময় তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল।

তিনি বলেন, গত সোমবার (২৯ অগাস্ট) রাত ৭টা দিকে তিনি শৌচাগারে গেলে সহিদ সহ তারা চার সহযোগী মুখে গামছা পেঁচিয়ে তাকে অপহরণ করে।

এরপর তাকে একটি ঘরে চারদিন আটক করে রেখে সহিদ ও তার চার সহযোগী ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, গত শুক্রবার বেলা ১টার দিকে তাকে সদর উপজেলার আকচা ইউনিয়নের বুড়িরবাঁধ এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষণকারীরা। খবর পেয়ে স্থানিয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ।

ঠাকুরগাঁও সদর থানার এস আই কমল কিশোর ঘোষ, এ ঘটনায় শনিবার রাতে গৃহবধূর দাদা বাদী হয়ে সহিদ ও অজ্ঞাত আরও চার জনকে আসামি করে থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেছেন।



মন্তব্য চালু নেই