জঙ্গি বিষয়ে সংবাদ প্রচারে সতর্ক হতে হবে : বেনজীর

জঙ্গি সংক্রান্ত তথ্য প্রচারে গণমাধ্যমকে আরও সতর্ক হওয়ার অনুরোধ করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ।

তিনি বলেছেন, ‘জঙ্গি বিষয়ে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ রয়েছে, সে ক্ষেত্রে কোন তথ্য পেলেই গণমাধ্যমে প্রচার করবেন না। যেন আমারা ফোকাসলেস হয়ে না যাই। অনুগ্রহ করে যাচাই করে তথ্য দিন। যাচাই না করে তথ্য দিলে একদিকে জঙ্গিরা যেমন সুযোগ পাবে তেমনি সময়ের অপচয় হবে।’

শুক্রবার (০২ আগস্ট) কমলাপুর রেল স্টেশনে ঈদ নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মলনে তিনি এসব কথা বলেন।

বেনজির আহমেদ বলেন, ‘১০-১২ জনের নাম নিয়ে মাতামাতি করে জঙ্গি দমনে কতটা ফলপ্রসু হবে সেটা জানি না। জঙ্গি দমনে সার্বিকভাবে উদ্যোগ গ্রহন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

গত ১ জুলাইয়ের পর থেকে র‌্যাব মোট ২৬ জন জঙ্গিকে গ্রেফতার করেছে জানিয়ে তিনি বলেন, ‘এদের মধ্যে নারী জঙ্গি ও তাদের মিডিয়ার একটি গ্রুপ রয়েছে। ২৪ ঘণ্টা জঙ্গি নজরদারী করা হচ্ছে। আমাদের প্রয়োজনীয় ব্যবস্থায় জঙ্গি সংগঠনগুলো কতটা চাপের মুখে আছে সেটা মূল্যায়ন করা হচ্ছে।’

নজরদারির মাধ্যমে জঙ্গি সদস্যদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই