ঠাকুরগাঁও শহরে রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

শরিফুর ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি॥ শহরের হলপাড়া এলাকার আহসান হাবিব রনির বাড়িতে অগ্নিকান্ড ঘটনা ঘটে । ঠাকুরগাঁও শহরে রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এক বাড়িতে অগ্নিকান্ড ঘটেছে। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের উপ-সহাকরী পরিচালক মো. আনিসুর রহমান জানান।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ ও অগ্নিকান্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঠাকুরগাঁও শহরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাধরে চেষ্টায় করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আনিসুর বলেন, ওই বাড়ির রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হলে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পরে।

বাড়ির মালিক আহসান হাবিব রনি জানান, চারটি ঘরের সব আসবাবপত্র, নগদ টাকা, ইলেকট্রনিকস জিনিসপত্র পুড়ে গেছে।



মন্তব্য চালু নেই