যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারী খুন
যুক্তরাষ্ট্রে আবারও বাংলাদেশি খুন হয়েছেন। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বুধবার রাতে নিউইয়র্কের কুইনস’এ নাজমা খানম নামের ওই নারীকে দুর্বৃত্তরা ছুরি চালিয়ে হত্যা করে। তবে এটি কোনো সন্ত্রাসীগোষ্ঠীর হামলা নয় বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পোস্ট বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, নাজমা খানম নামের ৬০ বছর বয়সী ঐ বাংলাদেশি ছিনতাইয়ের শিকার হন। পরে তার মরদেহ জ্যামাইকা হিলসে বাড়ির সামনে পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে ছুরিকাহত নাজমা খানমের পড়ে থাকার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে আসে।
এরপর তাকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
নাজমা খানমের হত্যাকাণ্ডের ঘটনাকে নিছক ছিনতাইয়ের বলি হিসেবে দেখছেন না স্থানীয়রা। নাজমা বেগম মুসলিম হওয়ায় তিনিও সাম্প্রতিক হেট ক্রাইমের শিকার বলেই দাবি তাদের। নিহত নাজমা খানম নিউইয়র্ক পুলিশের কর্মকর্তা কবিরের চাচী বলে টুইটারে জানিয়েছে কর্তৃপক্ষ।
মন্তব্য চালু নেই