বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুই জঙ্গি নিহত
বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ডারসহ দুই জঙ্গি নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নইলাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন- উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ডার বদর মামা ওরফে খালেদ। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চারটি গুলি এবং গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
খালেদ চাপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হামিদপুর গ্রামের বাসিন্দা। তিনি দিনাজপুরে বিদেশি চিকিৎসক হত্যা মামলার আসামি।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি, বি-সার্কেল) গাজিউর রহমান জানান, পুলিশের একটি দল নইলাপাড়া মোড়ে অভিযান চালায়। তখন জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় দুই জঙ্গি নিহত হয়।
মন্তব্য চালু নেই