কলারোয়ায় সোনাবাড়িয়া ইউপি কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় “বাল্য বিবাহ ও মাদক বর্জন করি-জঙ্গিবাদ মুক্ত ইউনিয়ন গড়ি” এই স্লেগানকে সামনে রেখে শনিবার বিকালে সোনাবাড়িয়া প্রাইমারী স্কুল ফুটবল মাঠে ইউপি কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা উত্তম কুমার রায়।
খেলার শুরুতে সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভায় উত্তম কুমার রায় বলেন, হতাশ আত্মকেন্দিক যুবকরা জঙ্গিবাদ গোষ্ঠীর ফাঁদে পা দেয়। পরে তাদের মগজ ধোলাই করে বাড়ি ছাড়া করছে এ জঙ্গি গোষ্ঠী।
তাই আমাদের সন্তানরা যেন বিপথগামী না হয়, সে দিকে সবাইকে খেয়াল রেখে সন্তানদের খেলাধুলাই মনোযোগী করতে হবে। সন্তানদের সময় দিতে হবে তারা যেন হতাশাগ্রস্থ না হয়। যে কোন মূল্যে দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ র্নিমূল করতে বদ্ধ পরিকর সরকার।
দেশের মানুষ চায় দেশের উন্নয়ন ও সুখ শান্তিতে নিরাপত্তার সাথে সব ধর্মের মানুষ মিলে মিশে বসবাস করতে। বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের সব অশুভ পায়তারা রূখে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে খেলা চলাকালীন সময়ে মঞ্চে বসে খেলা উপভোগ করেন উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলি, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, আওয়ামীলীগ নেতা সিদ্ধেশ্বর চক্রবর্তী, বাবু সুপ্রসাত চৌধুরী, ইউপি সচিব আশরাফ হোসেন, ইউপি সদস্য হাসানুজ্জামান, রফিকুল ইসলাম, রেহেনা খাতুন, রেক্সেনা খাতুন, আসাদুজ্জামান, হাসেম আলি, লিয়াকত গাজী, আনারুল ইসলাম, নুরুল ইসলাম, শিরিনা খাতুন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার আলমগীর আজাদ, জাকির হোসেনসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের ক্রীড়ামোদিবৃন্দ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন ৬নং ওয়ার্ড উত্তর সোনাবাড়িয়া ফুটবল একাদশ ও ৮নং বড়ালী ফুটবল একাদশ। বিপুল সংখ্যাক দর্শকদের আগমনে উত্তর সোনাবাড়িয়া ফুটবল একাদশ ২-১ গোলে বড়ালী ফুটবল একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলাটি পরিচালনা করেন (রেফারি) মিয়া ফারুক হোসেন স্বপন, জিএম মাসুদ পারভেজ মিলন, আবু সাঈদ। ধারাভাষ্যে ছিলেন রিপোর্টার ফিরোজ জোয়ার্দ্দার প্রমুখ। আগামীকাল রবিবার বিকালে একই ভেন্যুতে প্রথম রাউন্ডের ২য় খেলায় মাদরা ফুটবল একাদশ চান্দা বেলী ফুটবল একাদশের মুখোমুখী হবে।
মন্তব্য চালু নেই