মুহিতুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মরহুম মুহিতুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় জানাজা বাদ মাগরিব মিরপুর ১৪ নম্বরের পুলিশ স্টাফ কলেজ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এরপর লাশ নিয়ে গ্রামের বাড়িতে যাওয়া হবে। আগমীকাল শুক্রবার সকাল ১০ টায় যশোরের মনিরামপুরে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

তারপর কাশেমপুরে গ্রামের বাড়িতে তাঁর দাফন সম্পন্ন হবে।



মন্তব্য চালু নেই