আশুলিয়ায় সহকর্মীর সর্টগানের গুলিতে ১ পুলিশ সদস্য আহত

টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় গণসাস্থ এলাকায় সহকর্মীর অসাবধানতায় সর্টগানের গুলিতে আহত হয়েছে শিল্পপুলিশের এক সদস্য।

এঘটনায় আহত সদস্যকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায় রবিবার সকালে আশুলিয়ার গণস্বাস্থ এলাকায় গ্লোবাল এ্যাটায়ার্স নামের গার্মেন্টেসের সামনে কর্তব্যরত শিল্প পুলিশদের পালাবদলের সময় পুলিশ সদস্য হাসনাতের সর্টগান থেকে অসাবধানতা বসত গুলি বেরহলে রেজাউল করিম নামের অপর পুলিশ সদস্যের উরুতে গুলি বিদ্ধ হয়।

পরে রেজাউলকে গুলিবিদ্ধ অবস্থায় অন্য পুলিশ সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনামমেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে।

এঘটনায় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহনকরা হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার সহকার পুলিশ সুপার মাহবুবুর রহমান।

খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আহত পুলিশের অস্ত্রপচার চলছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

গুলিবিদ্ধ ওই পুলিশ কনস্টেবলের বাড়ি নোয়াখালির বেগমগঞ্জ থানা এলাকায়।



মন্তব্য চালু নেই