গ্যাসের দাম বাড়ছে, মানসিক প্রস্তুতি নেয়ার পরামর্শ

আগামী ৯০ দিনের মধ্যে গ্যাসের দাম বাড়ছে বলে জানিয়েছেন অ্যানার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান সদস্য মাকসুদুল হক। এ জন্য মানসিক প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর কাওরানবাজারে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে শুনানি শেষে এ কথা বলেন মাকসুদুল। গত ৭ আগস্ট থেকে শুরু হওয়া এই শুনানি চলে আজ বিকাল পর্যন্ত।

বিতরণ কোম্পানিগুলো গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম গড়ে ৮৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে। এ ক্ষেত্রে আবাসিকে দুই চুলার বিল সাড়ে ছয়শ টাকা থেকে বাড়িয়ে এক হাজার দুইশ টাকা এবং এক চুলার ক্ষেত্রে এক হাজার ১৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

একইভাবে পরিবহণ, বাণিজ্যিকসহ সব খাতেই দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে দাম কত বাড়বে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ আর খান।



মন্তব্য চালু নেই