শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ
দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের সব ফেরি চলাচল বন্ধ আছে। বুধবার রাতে বৈরী আবহাওয়ায় প্রমত্ত পদ্মার উত্তাল ঢেউয়ের কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির মাওয়াস্থ সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটোয়ারি জানান, খারাপ আবহাওয়ায় পদ্মা উত্তাল হওয়ায় ৪টি রো রো ফেরিসহ ১৭টি ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি চলাচল পুনরায় কখন শুরু হবে তা বলা যাচ্ছে না। তবে রাতে ফেরি চালু হবার সম্ভাবনা খুবই কম।
তিনি আরো জানান, বুধবার বিকেলে ফেরি লেন্টিংয়ে নদী পারাপারের সময় ঢেউয়ের আঘাতে পেঁয়াজের বস্তা বহনকারী একটি ট্রাক থেকে কয়েকটি বস্তা পড়ে যায়। এরপরেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে ফেরি লেন্টিং পরে নিরাপদেই শিমুলিয়া ঘাটে পৌঁছতে পেরেছে।
এদিকে, ঘাটের মাওয়া প্রান্তে পারের অপেক্ষায় দুই শতাধিক ছোটবড় গাড়ি আটকে আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু হবে।
মন্তব্য চালু নেই