সৌদিতে শ্রমিক পাঠাতে মূল্য নির্ধারণ করবে সরকার
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানিয়েছেন, সদ্য উন্মুক্ত হওয়া সৌদি আরবের বাজারে শ্রমিক পাঠাতে অভিবাসনমূল্য নির্ধারণ করবে সরকার। নির্ধারিত খরচের অতিরিক্ত টাকা আদায় করলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। সম্প্রতি মন্ত্রীর জর্দান সফরের বিস্তারিত তুল ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মন্ত্রী জানান, লেবানন ও জর্ডানে ডাক্তার, নার্স ও সেলসম্যানসহ বিভিন্ন খাতে শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছে। তবে মালয়েশিয়ার ব্যাপারে সরকার এখনো অন্ধকারে রয়েছে। কারণ মালয়েশিয়ার বাজার উন্মুক্ত করার ব্যাপারে দেশটির সরকার নির্দিষ্ট করে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
মন্ত্রী বলেন, আমরা ৭৫৭টি রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠিয়েছি যারা শ্রমিক রফতানি করবে। শ্রমিক রফতানির ব্যাপারে কোনো সিন্ডিকেট করার সুযোগ দেয়া হবে না।
মন্তব্য চালু নেই