মসজিদ থেকে পড়ে যুবকের মৃত্যু
যাত্রাবাড়ী এলাকায় মদিনা মসজিদের তৃতীয় তলা থেকে পড়ে মোহাম্মদ হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহতের ভাই নাজমুল হোসেন জানান, ভোর সাড়ে ৪টার সময় তার ভাই মোহাম্মদ হোসেন মসজিদের ওপর থেকে পড়ে গেছেন শুনে ঘটনাস্থলে যান। তারপর মোহাম্মদ হোসেনকে উদ্ধার করে ঢাকামেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালী থানায়। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা আছে।
মন্তব্য চালু নেই