ঠাকুরগাঁওয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন কর্মসূচি পালিত
শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: “সন্ত্রাস নয়, শান্তি চাই, সঙ্কামূক্ত জীবন চাই” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও সরকারি কলেজে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার ঠাকুরগাঁও সরকারি কলেজ বিশ^বিদ্যালয় পরিবারের আয়োজনে কলেজ প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে ঠাকুরগাঁও সরকারি কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, ও কর্মচারি অংশ নেয়।
অপরদিকে দিকে ঠাকুরগাঁও মহিলা কলেজ, রুহিয়া উচ্চ বিদ্যালয় , সালন্দর ইসলামি কামিল মাদ্রাসা, ভেরভেরি আলিম মাদ্রাসা, খোসবাজার আলিম মাদ্রাসা, বড়গাঁও আলিম মাদ্রাসা, ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, রিভারভিউ উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও মডেল স্কুল এন্ড কলেজ, আমানতুল্লাহ স্কুল এন্ড কলেজ, সালন্দর ডিগ্রি কলেজ, আবুল হোসেন ডিগ্রি কলেজ সহ ঠাকুরগাঁওয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মন্তব্য চালু নেই