রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে কার্যক্রমের সূভ উদ্বোধণ
সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ আগষ্ট সোমবার দুপুরে মিড-ডে কার্যক্রমের সূভ উদ্বোধণ করা হয় । জেলা শিক্ষা অফিসার মোঃ আবু হারেছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানণীয় এমপি অধ্যাপক মোঃ ইয়াসিন আলী,গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মানণীয় এমপি সেলিনা জাহান লিটা ,৩০১।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস । অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টার ,রাণীশংকৈল নির্বাহী অফিসার খন্দকার মোঃ নাহিদ হাসান, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি আবু তোরাব মানিক , রাণীশংকৈলপ্রেস ক্লাব (পুরাতন) সভাপতি সম্পাদক কুসমত আলী,সফিকুল ইসলাম শিল্পী সহ অন্যান সাংবাদিক বৃন্দ এবং উপজেলা শিক্ষা অফিসার জামাল উদ্দীন ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার গণ। এসময় রাণীশংকৈলের সুধিজন উপস্থিত ছিলেন। জাতীয় ভাবে শ্রেষ্ট বিদ্যালয়টি ১৯৩৫ খিঃ স্থাপিত হয়।
জাতীয় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে ২০০৯ ও জাতীয় সর্বোচ্চ উপস্থিতি বিশিষ্ট প্রাথমিক বিদ্যালয় হিসেবে ২০১১ সালে প্রতিষ্ঠা লাভ করে। জানা যায় বিদ্যালয়টির সুরেন্দ্রনাথ রক্ষিত ও ধীরেন্দ্রনাথ রক্ষিত জমি দান করেন। রাণীশংকৈলের সুধী সমাজ মনে করেন স্কুলটিতে মিড-ডে কার্যক্রম চালু হওয়ায় শিক্ষার মান বৃদ্ধির সাথেসাথেই অত্র বিদ্যালয়টি দৃষ্টান্ত স্থাপন করল যা ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আলোরন সৃষ্টি করেছে
মন্তব্য চালু নেই