৩ হাজার ১৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসির
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০১৬-১৭ অর্থবছরের জন্য তিন হাজার ১৮৩ দশমিক ৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার দুপর সাড়ে ১২টায় রাজধানীর নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন এই বাজেট ঘোষণা করেন।
ডিএসসিসির নিজস্ব আয়ের লক্ষ্য এক হাজার ৩৯১ দশমিক ২৭ কোটি টাকা। মোট বাজেটের মধ্যে ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেট এক হাজার বায়ান্ন দশমিক ঊনপঞ্চাশ কোটি টাকা। সরকারি ও বিদেশি প্রজেক্ট থেকে এক হাজার ৪৮৫ দশমিক ৩২ কোটি টাকা পাওয়া যাবে বলে জানান মেয়র।
মন্তব্য চালু নেই