নয়াপল্টনে ছাত্রদলের মিছিলে পুলিশি বাধা : আটক ৩
রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের তিন কেন্দ্রীয় নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে আটক করে পল্টন থানায় নেয়া হয়েছে।
ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারী বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে নাইটেঙ্গেল মোড় থেকে বিক্ষােভ মিছিল শুরু করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
তিনি জানান, বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশে ভিআইপি ভবনের সামনে আসলে পুলিশ অতর্কিত হামলা করে। এসময় ছাত্রদলের তিন নেতাকে আটক করা হয়।
আটকরা হলেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার, সহ-সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর। আরেকজনের নাম জানা সম্ভব হয়নি।
এর আগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সাজা প্রত্যাহারের দাবি জানান ছাত্রদল নেতারা।
মন্তব্য চালু নেই