অবশেষে নিখোঁজ তালিকা সংশোধন করলো র‌্যাব

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সংশোধিত তালিকায় এবার ৬৮ জনের নাম দেওয়া হয়েছে। গুলশান ও শোলাকিয়ায় হামলায় জড়িত জঙ্গিরা দীর্ঘদিন নিখোঁজ থাকার পর আইন শৃঙ্খলা বাহিনীগুলো নিখোঁজদের তালিকা তৈরি শুরু করে। প্রথম দফায় গত ১৯ জুলাই র‌্যাব ২৬২ জনের তালিকা তৈরি করেছিল। সেটি যাচাই-বাছাই শেষে ৬৮ জনের এ তালিকা প্রকাশ করলো র‌্যাব।

নিখোঁজদের তালিকায় তিনজন নারীও রয়েছেন। র‌্যাব আরও জানায়, নিখোঁজদের বয়স প্রধানত ১৫ থেকে ৪০ বছরের মধ্যে।

সংশোধিত তালিকার নিখোঁজ ৬৮ জন হচ্ছেন : মো. মহিবুর রহমান (৩০), মো. সাজ্জাদ রউফ ওরফে অর্ক (২৪), ডা. আরাফাত হোসেন তুষার, তাহমিদ রহমান সাফি (৩০), খাঁন মো. মাহমুদুল আহসান রাতুল (২৩), ঝুন্নুন শিকদার (৩০), কাজী মো. মইনউদ্দিন শরীফ (৩০), মো. তাওসিফ হোসেন (২৩), জুবায়েদুর রহিম, ইব্রাহীম হাসান খান (২৫), জুনায়েদ হাসান খান, এএসএম ফারহান হোসেন (২৯), মনোয়ার হোসেন (সবুজ), আশরাফ মোহাম্মদ ইসলাম, মো. বাদশা আলী (২৫), মো. সুমন (২৮), মো. আশিক ওরফে সাব্বির রহমান (১৬), নজিবুল্লাহ আনসারী (২৭), মো. বাশারুজ্জামান ওরফে আবুল বাশার, মো. শরিফুল ইসলাম, রাহাত বিন আব্দুল্লাহ (২৬), বেলাল মোল্লা সোহেল (২২), মো. মাজেদুল হক (৩৫), আমান উল্লাহ আমান (২৪), মো. কামরুজ্জামান (২৩), মো. সাহারাত আলী (২৬), হাসানুর রহমান ওরফে আসানুর, ইকবাল হোসেন (২৯), মো. তহিদুল ইসলাম (২০), হাসান আলী (৩৭), ফারুক হোসেন (৩৭), সুমন হোসেন, রাশেদ হোসেন (২৫), শাহজাহান (৩৩), মো. জুবায়ের হোসেন ফারুক (২১), মো. তাজুল ইসলাম চৌধুরী (৩৮), তামিম আহমেদ চৌধুরী (৩১), মো. জাকির হোসেন (২৮), আশরাফুজ্জামান (৩২), মো. শাহরিয়ার খান ওরফে শাহজাহান (৩৩), সাদমান হোসেন (পাপন) (২৩), মো. আকরাম হোসেন (২৫), জুলহাস শেখ (৩২), মো. হাবিবুল্লাহ (২৬), জহিরুল ইসলাম চৌধুরী (২৬), মো. ইমরান (২২), এটিএম তাজ উদ্দিন (৩৬), মো. হাবিবুর রহমান (১৬), মো. ইসমাইল হোসেন (২২), মো. মিন্টু রহমান ওরফে বৈরাগী মিন্টু (২৭), মো. মারুজুক হায়দার ওরফে জাহিন (১৭), মহিদুল ইসলাম ওরফে মিশুক (১৭), রাকিবুল ইসলাম ওরফে রিয়েল (২৪), মিন্টু মিয়া (ঈদু) (৩৫), রেজাউল করিম (২৬), ইকবাল হোসেন (২০), জাহাঙ্গীর আলম (২৫), মকসুদ আলী (২৫), আব্দুল হামিদ (৩০), রিয়াজ উদ্দিন (১৫), জহিরুল ইসলাম (১৬), সাখাওয়াত হোসেন (২৮), মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকি ওরফে সুজিত দেবনাথ, ডা. রোকনুদ্দীন খন্দকার (৫০), নাঈমা আক্তার, রেজওয়ানা রোকন (২৩), রামিতা রোকন (১৭) ও সাদ কায়েস (৩০)।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ জানান, প্রথম দফায় দেওয়া ২৬২ জনের তালিকা যাচাই-বাছাই শেষে তারা এ সংশোধিত তালিকা প্রকাশ করেছেন। নতুন এ নিখোঁজ তালিকার ৬৮ জনের মধ্যে কতজনের জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই