পদোন্নতিপ্রাপ্ত ১৩২ জন এএসপিকে বদলি
সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতিপ্রাপ্ত ১৩২ জন কর্মকর্তার বদলি করেছে পুলিশ হেড কোয়ার্টার্স। পুলিশ হেড কোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- নুর নবী (ডিএমপি), মো. আবুল গফুর মকফুবার রহমান (পিপিএম), বিপিএ সারদা রাজশাহী, আ. বাছেত (এসবি), মো. শফিকুর রহমান (র্যা ব), আবুল কালাম আজাদ (নৌ-পুলিশ ঢাকা), মো. নুরুল আমিন (পিপিএম-সেবা ইনসার্ভিস ট্রেনিং সেন্টার বান্দরবান), মোস্তফা মনজুর মাহমুদ (বিএমপি বরিশাল), মো. মাহাবুব উল ইসলাম সারদা (রাজশাহী), কাজী মো. মাহফুজুল করিম (ইনসার্ভিস ট্রেনিং সেন্টার গাজীপুর), মো. ছরোয়ার জাহান সরকার (সিআইডি), মো. আবদুল মতিন (এসবি ঢাকা), খন্দকার মালেক উজ্জামান (নৌ-পুলিশ), মো. আবু ছালেহ (র্যা ব), মো. ফরিদ আহম্মেদ (ডিএমপি-ঢাকা), মো. মশিউর রহমান (ট্যুরিস্ট পুলিশ-ঢাকা), মো. মতিউর রহমান (এসএমপি-সিলেট) ও মো. ইকবাল হোসেনকে র্যা ব এর সহকারী পুলিশ সুপার বদলী হিসেবে বদলী করা হয়েছে।
এছাড়া মো. সাইফুর রহমান (পিপিএম, সিআইডি-ঢাকা), মো. আলম সরকার (সিআইডি-ঢাকা), মো. হাবিবুর রহমান (৭ম এপিবিএন-সিলেট), মো. মঞ্জিল হোসেন (ডিএমপি-ঢাকা), মো. সামসুল আলম (সিআইডি-ঢাকা), কাজল কান্তি চৌধুরী (সিএমপি-চট্টগ্রাম), মো. মাইনুল আবছার (এসএমপি সিলেট), মো. জহিরুল ইসলাম (সিআইডি-ঢাকা), মো. শাহজাহান কবির (র্যা ব), খন্দকার গোলাম শাহনেওয়াজ (লক্ষ্মীপুর সদর), মো. আনিছুর রহমান খাঁন (ইনসার্ভিস ট্রেনিং সেন্টার নেত্রকোনা), মো. আব্দুল্লাহ (ডিএমপি-ঢাকা), মো. হুমায়ন কবির (সিআইডি-ঢাকা), মো. খাইরুল ইসলাম (র্যা ব), মো. আরমান হোসেন (পিপিএম রংপুর সদর), মো. আরিফ হোসেন (সিআইডি-ঢাকা), মো. লুৎফর রহমান (বিপিএ সারদা রাজশাহী), মো. আউয়াল হোসেন খান (র্যা ব), মো. নাজমুল হক (র্যা ব), আবু হেনা মোহাম্মদ ইউসুফ (বিপিএম, সিআইডি-ঢাকা), মো. ওমর ফারুক (রেলওয়ে-ঢাকা)।
মো. শাহজাহান খান (সিআইডি), মো. নুরুল আনোয়ার (এসবি-ঢাকা), মো. সাজ্জাদ হোসেন (নেত্রকোনা সদর), মো. শাহ কবির (সিআইডি-ঢাকা), মো. আতাউর রহমান (ডিএমপি-ঢাকা), মো. নুর হোসেন (ডিএমপি-ঢাকা), মো. মাহবুবুর রহমান (তরফদার ইনসার্ভিস ট্রেনিং সেন্টার জামালপুর), মো. মনিরুজ্জামান (ডিএমপি-ঢাকা), মু. আব্দুল মমীন (র্যা ব), মো. ইকবাল (ডিএমপি-ঢাকা), মো. নুরুজ্জামান (সারদা-রাজশাহী), মো. সামিউল আলম (পিপিএম ডিএমপি-ঢাকা), সমীর সরকার (র্যা ব), মো. মতিয়ার রহমান (এসএমপি সিলেট), আবুল কালাম আজাদ (আরআরএফ-বরিশাল), মোহাম্মদ নুরুল আফছার ভূঁইয়া (সিএমপি চট্টগ্রাম), মো. আনোয়ার হোসেন (র্যা ব), মো. নাছির আহমেদ (সিআইডি-ঢাকা), এসএম বদরুল আলম (পিপিএম হাইওয়ে পুলিশ), মো. আবু হেনা মোস্তফা কামাল (এসবি-ঢাকা), প্রদীপ কুমার দাস (সারদা-রাজশাহী), মো. নাজমুল ইসলাম (বরগুনা-সদর), একেএম আবুল বাছের (সিআইডি-ঢাকা), মো. জুবের আহমদ (এসএমপি-সিলেট), শীলমনি চাকমা (পিএসটিএস, বেতবুনিয়া রাঙ্গামাটি), মো. আফছার উদ্দিন (শিল্পাঞ্চল-ঢাকা)।
মো. হুমায়ন কবির (র্যা ব), খন্দকার গোলাম মোর্ত্তুজা (র্যা ব), মোহা. আব্দুল রকিব খান (র্যা ব), মো. তাইজুল ইসলাম রেঞ্জ (ডিআইজি অফিস ঢাকা), মো. ইসমাইল (পিপিএম-বার এসএমপি সিলেট), মোহাম্মদ আব্দুল হামিদ (সিআইডি-ঢাকা), মো. হাসান শামীম ইকবাল (সিআইডি-ঢাকা), মো. জমির উদ্দিন (ইনসার্ভিস ট্রেনিং সেন্টার বগুড়া), মোহাম্মদ ফরহাদ (সিএমপি চট্টগ্রাম), মো. জামাল উদ্দিন (৯ম এপিবিএন চট্টগ্রাম), উত্তম কুমার চক্রবতী (সিএমপি চট্টগ্রাম), মো. মোশাররফ হোসেন (পিপিএম সিআইডি-ঢাকা), মা. ইসাহাক আল (সিআইডি-ঢাকা), মো. আবদুল মালেক (পিপিএম ডিএমপি-ঢাকা), মো. অহিদ উল্লাহ সরকার (র্যা ব), কেএম আবুল কাসেম (ডিএমপি-ঢাকা), প্রশান্ত পাল (এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার), মো. আব্দুর রশিদ সরকার (র্যা ব), মো. হুমায়ন কবির (এসএমপি সিলেট)।
কাজী হানিফুল ইসলাম (ডিএমপি-ঢাকা), বিমান কুমার দাস (ডিএমপি-ঢাকা), ফারুক আহমেদ চৌধুরী (সিএমপি চট্টগ্রাম), মোহা. হাবিবুর রহমান (র্যা ব), তাপস সরকার রেঞ্জ (ডিআইজি অফিস রংপুর), মো. আনোয়ার হোসেন ভূঞা (মাদারীপুর সদর), মো. মাহাবুবুর রহমান (ডিএমপি-ঢাকা), মো. বাবুল আখতার (র্যা ব), মো. হামিদুর রহমান সিদ্দিকী (পিপিএমসিআইডি-ঢাকা), মো. আহসানুল হক (ডিএমপি-ঢাকা), মো. মফিজ উদ্দিন (চট্টগ্রাম সাতকানিয়া), শেখ মো. আনোয়ার হোসেন (র্যা ব), একেএম এনামুল করিম (র্যা ব), এএইচএম মাহফুজুর রহমান (র্যা ব), মো. কামরুল হাসান (সিএমপি চট্টগ্রাম) ও মো. মাসুদুল আলমকে ডিএমপি-ঢাকায় বদলি করা হয়েছে।
এছাড়াও মো. শাকিল সাবের (কেএমপি), মো. রমজান আলী মোল্লা (২য় এপিবিএন মুক্তাগাছা), আলী আকবর শরীফ (ডিএমপি), মো. আব্দুল হালিম হাজরা (ডিএমপি), মো. সিদ্দিকুর রহমান (কেএমপি), আবু জাফর খালেদ হোসেন (এসপিবিএন), মো. সফিউল্লাহ (বিএমপি), মো. আরশাদ উল্লাহ (ডিএমপি), মোহাম্মদ আজিজুর রহমান বাদল (সিএমপি), মো. আব্দুল হাই মোল্লা (ডিএমপি), মোহাম্মদ জালাল উদ্দিন (এসপিবিএন), মো. সফিকুর রহমান (বিএমপি), মো. বজলুর রহমান (নৌ-পুলিশ), মো. নজরুল ইসলাম খান (এসপিবিএন), মো. ছায়দুল ইসলাম খান (ডিএমপি), মো. মোশাররফ হোসেন (সিএমপি), আব্দুর রহমান খান (ডিএমপি), মো. আবুবকর সিদ্দিক (রেঞ্জ ডিআইজি অফিস ঢাকা), মো. রফিকুল ইসলাম (শিল্পাঞ্চল পুলিশ), মো. খাদেম আলী মোল্লা (আরআরএফ রাজশাহী), মো. খোরশেদ আলম খান (আরআরএফ ঢাকা), মো. আ. হান্নান মোল্লা (পিটিসি খুলনা), মো. হাবিবুর রহমান (৩য় এপিবিএন খুলনা), মো. নূরুল আমিন (আরআরএফ বরিশাল), মো. আনোয়ার হোসেন (পিটিসি টাঙ্গাইল), মো. জাকির হোসেন (শিল্পাঞ্চল পুলিশ), মো. শাহ আলম খান (আরআরএফ বরিশাল), মোঃ. নূরুল হক পিটিসি টাঙ্গাইল, মো. আব্দুল করিম শেখ (আরআরএফ খুলনা), মো. ফজলুল হক (২য় এপিবিএন মুক্তাগাছা), পরিতোষ চন্দ্র দে (৭ম এপিবিএন সিলেট), মো. আমির হোসেন (নবম এপিবিএন চট্টগ্রাম) ও মো. জাহাঙ্গীর আলম সরদারকে ডিএমপি ঢাকায় সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, বিভিন্ন পর্যায়ে তারা সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন।
মন্তব্য চালু নেই