বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠকে সরকার
জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা চলছে।
রোববার সকাল সোয়া ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক’ এই মতবিনিময় সভা শুরু হয়েছে। এতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, উপাচার্য ছাড়াও ছাত্র, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সভায় সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সভায় প্রধান অতিথি রয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এ ছাড়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, শিক্ষাসচিব সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া ছাড়াও শিক্ষাবিদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় রয়েছেন।
মন্তব্য চালু নেই