চীনকে পিছনে ফেলে স্বচ্ছতায় শীর্ষে ভারতীয় সংস্থা

স্বচ্ছতার নিরিখে সকলকে ছাপিয়ে গেল ভারতীয় কোম্পানিগুলি৷ সম্প্রতি ১৫টি দেশকে নিয়ে একটি সমীক্ষা চালানো হয়৷ সমীক্ষায় প্রথম স্থান দখল করে নিয়েছে ভারত৷ আর সবচেয়ে অস্বচ্ছ হিসেবে উঠে এসেছে চিনের নাম৷

ব্রাজিল, মেক্সিকো, রাশিয়া-সহ ১৫টি ক্রমবর্ধমান বাজারসমৃদ্ধ দেশের ১০০টি কোম্পানিকে নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল৷ সোমবার সমীক্ষা রিপোর্টটি প্রকাশ করে তারা৷ ওই রিপোর্টে বলা হয়েছে, ভারতের ১৯টি কোম্পানিই ৭৫% নম্বর পেয়ে শীর্ষস্থান অধিকার করেছে৷

দেশের কোম্পানি আইন অনুযায়ী এই প্রত্যেকটি কোম্পানির ভিত্তি ও আয়-ব্যয়ের হিসেব পুরোপুরি স্বচ্ছ বলে জানানো হয়েছে রিপোর্টে। স্বচ্ছতায় সবার পিছনে রয়েছে চিন। দুর্বল দুর্নীতিবিরোধী নীতির কারণে চিনের কোম্পানিগুলি স্বচ্ছতার পরীক্ষায় ১০-এর মধ্যে পেয়েছে মোটে ১.৬৷ এই পরীক্ষায় যে ৩ কোম্পানি শূন্য পেয়েছে, তার প্রত্যেকটিই চিনের৷ এগুলি হল গাড়ি প্রস্তুতকারক সংস্থা চেরি, অ্যাপ্লায়েন্স মেকার গ্যালানজ ও গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারক কোম্পানি ওয়াংজিয়াং গ্রুপ৷



মন্তব্য চালু নেই