ধানমন্ডি মাঠের নির্মাণকাজ বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
ধানমন্ডি মাঠের সকল নির্মাণকাজ বন্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন স্থপতি মোবাশ্বের হোসেনসহ ৬ জন।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গণির হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।
এদিকে আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডির খেলার মাঠ দখল সংক্রান্ত মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান চার পরিবেশবাদী।
তারা হলেন- স্থপতি মোবাশ্বের হোসেন, বেগম সালমা শফি, কামরুন নাহার ডানা ও ইকবাল হাবিব।
ধানমন্ডি মাঠে স্থাপনা নির্মাণ বন্ধ ও সবার প্রবেশের অধিকার দাবিতে গত শুক্রবার আন্দোলনকারীরা মাঠে ঢুকে পড়েন। পরে ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ চারজনের নামসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করে ‘অবৈধ প্রবেশের’ অভিযোগে একটি মামলা দায়ের করে।
মন্তব্য চালু নেই