যাত্রী সংকটে ১৬ ট্রেনের যাত্রা বাতিল

যাত্রী সংকটে ঢাকা থেকে ১৬টি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্র জানিয়েছে, বুধবার ঈদুল ফিতরের দিন ধরেই আগাম টিকেট বিক্রি করা হয়েছিল। আর ঈদ হলে আজ ট্রেন বন্ধ থাকার কথা ছিল। কিন্তু ঈদ না হওয়ায় আজও কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেশ কিছু ট্রেন ছেড়ে যায়। কিন্তু সকালে যাত্রী সংকটের কারণে ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়।

সূত্র আরো জানায়, এ ছাড়াও এ রুটে বাতিল করা হয় মহানগর প্রভাতী ও চট্টলা এক্সপ্রেসের যাত্রা। তবে মহানগর গোধূলী এবং তূর্ণা-নিশিতা এক্সপ্রেস যথাসময়ে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

যাত্রী সংকটে ঢাকা-চট্টগ্রাম রুট ছাড়াও ঢাকা-সিলেট, ঢাকা-ময়মনসিংহসহ বেশ কয়েকটি রুটে ১৬ ট্রেনের যাত্রা বাতিল করা হয়। তার মধ্যে রয়েছে ঢাকা-সিলেট রুটের জয়ন্তিকা এবং কালনি এক্সপ্রেস।



মন্তব্য চালু নেই