সন্ত্রাস নির্মূলে সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

সন্ত্রাসবাদ নির্মূলে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে। রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ কথা বলেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জঙ্গিবাদের বিষয়ে অনুসন্ধানমূলক তথ্য দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। নিহতদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এক নাগরিকও রয়েছেন। এ ঘটনায় দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় ওবামা এই হামলার নিন্দা জানিয়ে হতাহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

প্রেস সচিব বলেন, কেরির সঙ্গে ফোনালাপে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য বাংলাদেশ পুলিশের ‘কাউন্টার টেরোরিজম ইউনিট’ গঠনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



মন্তব্য চালু নেই