বৃষ্টি উপেক্ষা করে ঈদ যাত্রা : ভোগান্তিতেও আনন্দ

বৃষ্টির ভোগান্তিও ঠেকাতে পারছে না ঈদের ঘরমুখো মানুষকে। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই বাস-ট্রেন-লঞ্চে শুরু হয়েছে ঈদ আনন্দের মহাযাত্রা।

ভোর থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে শনিবারের চেয়ে মানুষের ভিড় বেড়েছে। যদিও আগের বছরগুলোর চেয়ে বাস যাত্রী ‘ঢের কম’ বলে দাবি পরিবহন ব্যবসায়ীদের।

রোববার সকালে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, রাত থেকে রাজধানীতে টানা বৃষ্টির পরও উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী এসেছে।

থেমে থেমে বৃষ্টি ভোগান্তিতে ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। অনেকে অগ্রিম টিকিট কিনেও বাসের জন্য টার্মিনালে বসে আছেন। সমস্যা হতে পারে এ বিষয়টি মাথায় রেখেই নির্দিষ্ট সময়ের আগে টার্মিনালে আসেন তারা। তবে, অনেক বাসই নির্দিষ্ট সময়ে টার্মিনালে আসেনি বলে অভিযোগ করেছেন যাত্রীরা। অধিকাংশ দূরপাল্লার পরিবহন আধা ঘণ্টা দেরিতে ছাড়ছে।

টিকিট কাউন্টার মাস্টাররা জানান, বৃষ্টির কারণে মহাসড়কে যানজট লেগে আছে। এ ছাড়া ফেরি পারাপারে সময় নষ্ট হচ্ছে। এ কারণে বাস ছাড়তে কিছুটা দেরি হচ্ছে।

যারা অগ্রিম টিকিট কিনে রেখেছিলেন তাদের জন্য ঈদযাত্রা ভোগান্তির না হলেও অন্য যাত্রীদের টিকিট নিয়ে হয়রানি হতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।



মন্তব্য চালু নেই