কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। নিহত সিরাজুল ইসলাম (৬৯) ব্রাহ্মণবাড়িয়া সদরের পশ্চিম মেড্ডা এলাকার বাসিন্দা। বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ১১টার দিকে সিরাজুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কারা হাসপাতালে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হত্যা মামলায় ২০১২ সালে সিরাজুল ইসলাম ও তার দুই ছেলে গ্রেফতারের পর থেকে কারাগারে রয়েছেন। তারা তিনজনই ওই হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।

সিরাজুল ইসলাম দীর্ঘদিন যাবৎ কিডনি, উচ্চরক্ত চাপ ও হৃদরোগে ভুগছিলেন। এক মাস আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা নিয়ে এ কারাগারে ফেরেন।



মন্তব্য চালু নেই