ঈদ এগিয়ে আসলেও পাঁচবিবিতে এখনো জমে ওঠেনি ঈদ বাজার
তোহা আলম প্রিন্স ॥ পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে একমাস সেয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর এগিয়ে আসলেও এখনো ঈদ বাজার জমে ওঠেনি। উপজেলার বিভিন্ন এলাকার লোকজন ও দোকানদারদের সাথে কথা বলে জানা গেছে এবার ইরি বোরে ধানের বাজার নায্যমূল্য কৃষকেরা না পাওয়ায় এরই প্রভাব পরেছে ঈদ বাজারে।
কিন্তু উপজেলা সদরের বিভিন্ন ব্যবসায়ীরা নিজ দোকানে এখনো হাত গুটিয়ে অলস সময় পার করছে। আর চাতক পাখির ন্যায় চেয়ে থাকছে ক্রেতা আসার অপেক্ষায়। ভোক্তরা জানায় সম্প্রতি ইরি বোরো মৌসুমে এবার ধানের বাজার দরে ধস নামার কারনে অর্থ সংকটে পরেছে কৃষক। উপজেলা ৮টি ইউনিয়নের যত মানুষের বসবাস তার প্রায় ৯০% ভাগই কৃষক দৈন্দিন সাংসারিক ব্যয় থেকে শুরু করে বিভিন্ন উৎসবের বাড়তি খরচ জোগার করতে হয় ফসল বিক্রয় করে। কিন্তু এবার ইরি ধান উৎপাদন করে কৃষকরা তাদের কাঙ্খিত দাম না পাওযায় সংসার চালাতেই হিমশিম খাচ্ছে। ঈদের পরপরই কৃষককে আবার কোমর বেধে মাঠে নামতে হবে আমন চাষে। কিন্তু এতেও ব্যায় প্রচুর সবদিক চিন্তা করে কৃষকরা কোন কুল কিনারা পাচ্ছেনা তবুও ঈদ মার্কেট করতে হবে। কারন বয়স্কদের জন্য না হলেও কিনতে হবে পরিবারের শিশু কিশোরসহ অন্যান্য সদস্যদের জন্য জামা কাপড়। তাই এবার ঈদে মার্কেট গুলোতে বেঁচাকেনা জমে উঠবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে, ঈদের কয়েকদিন আগে পর্যন্ত।
মন্তব্য চালু নেই