কলারোয়ায় প্রাইভেট পড়তে যাওয়ার পর ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ

ABIRকামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় খালার বাড়ি পড়তে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়েছে ৬ষ্ঠ শেণিতে পড়–য়া আবির হাসান বাবু নামের ১২ বছরের একটি ছেলে। সোমবার সকাল ৮টার দিকে পড়তে যাওয়ার সময় কলারোয়া পৌরসভার মির্জাপুর কলাগাছি মোড় এলাকা থেকে লাল রংয়ের বাইসোইকেলসহ সে নিখোঁজ হয়।

তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছেনা। ছেলেটির গায়ে লাল রংয়ের গেঞ্জি ও পরনে ফুল প্যান্ট ছিল। ছেলেটি কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। তার গায়ের রং ফর্সা।

যদি কোন সহৃদয়বান ব্যক্তি মাসুম বাচ্চাটির সন্ধান দিতে পারেন তাহলে পরিবারসহ আমরা চির কৃতজ্ঞ থাকবো।
কৃতজ্ঞতা প্রকাশে- মো: রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক, কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া, সাতক্ষীরা। মোবাইল-০১৭১২-৬৭০৯৪৩।



মন্তব্য চালু নেই