ছফুরননেছা মহিলা কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

আব্দুর রহমান : সাতক্ষীরা ছফুরননেছা মহিলা কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহারের সভাপতিত্বে নতুন এ ভবনের উদ্বোধন করেন সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রেখেছে। সমাজে নারীদের প্রতিষ্ঠিত করতে জননেত্রী শেখ হাসিনা সরকার নারীদের শিক্ষার প্রতি অধিক গুরুত্ব ও নানামুখী কর্মকান্ড অব্যাহত রেখেছে। সাতক্ষীরার বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আব্দুল মোতালেব সাহেবের প্রতিষ্ঠিত এই কলেজটির সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার কবির উদ্দিন আহমেদ, জাহিদ হোসেন, ফিরোজ কবির প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫৮লক্ষ ৫০হাজার টাকা ব্যয়ে নতুন এ একাডেমিক ভবন নির্মান করা হয়। এসময় কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্তিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবুল হোসেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোবাশ্বেরুল হক জ্যোতি।



মন্তব্য চালু নেই