মুন্সীগঞ্জে মালয়েশিয়া প্রবাসীকে কুপিয়ে আহত, সংবাদকর্মীকে হুমকি

নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জে মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামকে কুপিয়ে মাদক সন্ত্রাসীরা। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর সন্ত্রাসীরা সংবাদকর্মী নাদিম মাহমুদকেও হত্যার হুমকি দিয়েছেন। গুরুতর জখম নজরুল ইসলাম ওই সংবাদকর্মীর চাচাতো ভাই। শুক্রবার তারাবিহ নামাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আমাদের অর্থনীতি ও ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি নাদিম মাহমুদ জানায়, পূর্ব শক্রতার জের ধরে মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের ওপর এলাকার মাদক ব্যবসায়ী ও নৌ-পথের চোরাকারবারি মির্জা ও মামনু গং হামলা চালায়। নজরুল তারাবিহ নামাজ পড়া শেষে এলাকার আনোয়ারের দোকানের কাছে আসামাত্রই তারা এ হামলা চালায়। এ সময় রামদা ও চাপাতি দিয়ে নজরুলকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।
তিনি আরও জানান, ওই সন্ত্রাসীরা তাকেও হত্যার হুমকি দেয়।



মন্তব্য চালু নেই