মাগুরায় ৭ দিনে গ্রেফতার ১৮৬

মাগুরা প্রতিনিধি : মাগুরায় সপ্তাহব্যাপি পুলিশের বিশেষ অভিযানে ১৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে যানা গেছে। এর মধ্যে তিনজন সাজাপ্রাপ্ত আসামি এবং বাকি সব বিভিন্ন মামলার আসামি।

মাগুরা সদর থানার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, গত ৭ দিনে (১০-১৭ জুন) চলা পুলিশের বিশেষ অভিজানে ১৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা সিআর, জিআরসহ বিভিন্ন মামলার আসামি। পুলিশ সুপার এহসান উল্লাহ আরও জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার আসামি ছাড়া মাগুরা জেলা পুলিশ কাউকে হয়রানি করার জন্য গ্রেফতার করেনি।



মন্তব্য চালু নেই