মাগুরায় কথিত বন্দুকযুদ্ধে কামাল বাহিনীর প্রধান নিহত

মাগুরা প্রতিনিধি : মাগুরা-যশোর মহাসড়কের মঘির ঢাল এলাকায় সড়কে গাছ ফেলে বাস ট্রাকে ডাকাতির চেষ্টা কালে মাগুরা সদর উপজেলার মঘির ঢাল এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে কামাল হোসেন (৩৫) ডাকাত নিহত হয়েছে। আজ শনিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার সেকেন্ড অফিসার এস্আই শেখ মিলন জানান- রাতে কামাল ডাকাত ও তার সঙ্গীরা মাগুরা-যশোর মহাসড়কের মঘির ঢাল এলাকায় সড়কে গাছ ফেলে বাস ট্রাকে ডাকাতির চেষ্টা করছে গোপন সূত্রে এমন খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের টহল দল ও ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় সেখান থেকে কামাল বাহিনীর প্রধান কামাল হোসেনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কামাল হোসেন মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের শ্যাওলাডাঙ্গা গ্রামের আফসার ফকিরের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, নাশকতাসহ একাধিক মামলা এজাহার ভুক্ত রয়েছে।



মন্তব্য চালু নেই