কিশোরগঞ্জে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

খাদেমুল মোরসালিন শাকীর, কিশোরগঞ্জ (নীলফামারী): সারা দেশের ন্যায় কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এডিপি বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালন করেছে।

সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এডিপির নতুন জীবনের আশা প্রকল্পের উদ্যোগে কার্যালয়ের সামনে থেকে এক বিশাল র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

কিশোরগঞ্জ এডিপির ব্যবস্থাপক নিকোলাস মূর্মুর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম মেহেদী হাসান,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম,দৈনিক খোলা কাগজ ও দৈনিক বায়ান্নর আলোর কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি ডা.মু. খাদেমুল মোরসালিন শাকীর,উপজেলা সমাজসেবা দপ্তরের মাঠ কর্মকর্তা ফজলুল হক,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এডিপির স্পন্সরশীপ প্রকল্পের কর্মকর্তা রায়মন হাসদা প্রমূখ।



মন্তব্য চালু নেই