সারাদেশে সাঁড়াশি অভিযানে নয় শতাধিক গ্রেফতার

সাড়াশি অভিযানে সারা দেশে এ পর্যন্ত প্রায় নয় শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাছে সন্দেহভাজন জঙ্গী এবং সন্ত্রাসীদের যে তালিকা রয়েছে, সেই তালিকা ধরে এই অভিযান চালানো হচ্ছে।

পুলিশ সদর দফতরের এক কর্মকর্তা জানান, মধ্যরাতে এই অভিযান শুরু করা হয়। অভিযানে পুলিশের সাথে অংশ নিচ্ছে র‍্যাব ও বিজিবি।

একের পর এক সন্ত্রাসী হামলায় বহু মানুষ নিহত হওয়ার ঘটনার পটভূমিতে পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক মাত্র গতকালই এই অভিযানের ঘোষণা দেন। বৃহস্পতিবার ঢাকায় পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের এক বৈঠকে এই যৌথ অভিযানের বিস্তারিত চুড়ান্ত করা হয়।

পুলিশ প্রধান বলেন, রমজান মাসের কারণে আপাতত এই অভিযানের মেয়াদ হবে এক সপ্তাহ। এক সপ্তাহ পর মেয়াদ বাড়ানো হবে কি না তা বিবেচনা করা হবে।

সম্প্রতি চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রীকে হত্যার ঘটনার পর দেখা গেছে, গত কয়েকদিনে আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে সাতজন নিহত হয়েছে। এই নিহতদের চারজনই সন্দেহভাজন জঙ্গী বলে পুলিশ বলছে।



মন্তব্য চালু নেই