ঝিনাইদহে পুরোহিত হত্যার দায় স্বীকার করেছে আইএস

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মহিষাভাগাড় এলাকায় আনন্দ গোপাল গাঙ্গুলি ওরফে নন্দ (৬৫) নামে এক হিন্দু পুরোহিতকে কুপিয়ে ও জবাই করে হত্যার দায় স্বীকার করেছে আইএস। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আইএসের প্রচারমাধ্যম আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে সাইট ইন্টিলিজেন্সের এক খবরে বলা হয়েছে, ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নিয়েছে আইএস।

মঙ্গলবার সকালে আনন্দ গোপাল গাঙ্গুলি ঝিনাইদহের নলডাঙ্গা মন্দিরে পূজা করতে যাচ্ছিলেন। পথিমধ্যে নলডাঙ্গা ইউনিয়নের মহিষাভাগাড় এলাকায় মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করে এবং তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে পালিয়ে যায়।

এর আগেও বাংলাদেশে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আইএস। তবে বাংলাদেশ সরকার বরাবরই এ দেশে আইএসের অস্তিত্ব অস্বীকার করে আসছে।



মন্তব্য চালু নেই