ট্রাক চাপায় শ্রমিক নিহতের ঘটনায় গাড়ীতে অগ্নিসংযোগ-ভাংচুর
টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে লড়ি চাপায় নারী শ্রমিক নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে গাড়িতে অগ্নিসংযোগ ও বেশ কিছু গাড়ীতে ভাংচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এঘটনায় সড়কটিতে প্রায় আঁধাঘন্টা যানচলাচল বন্ধ থাকে।
শনিবার রাত সাড়ে ১০টায় আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে নিহত শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে গার্মেন্ট ছুটির পর নিশ্চিন্তপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় অনন্ত গার্মেন্টের এক নারী শ্রমিককে একটি দ্রুত গতির লড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা একটি লড়িটিতে অগ্নিসংযোগ করে। পরে তারা বেশ কিছু ৫-৬টি গাড়ীতেভাংচুর চালায়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় সড়কটিতে প্রায় আঁধাঘন্টা যানচলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য চালু নেই