শিমুলিয়া-কাওড়াকান্দি নদীবন্দরে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন
নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : “প্রশিক্ষণ ও দক্ষতা নৌপথে আনে নিরাপত্তা” শ্লোগানকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার শিমুলিয়া -কাওড়াকান্দি নৌরুটের শিমুলিয়া লঞ্চঘাটে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১০টায় বিআইডব্লিউটিএর শিমুলিয়া লঞ্চঘাটে নৌ নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থাপনা শাখার উদ্যোগে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন কার্যক্রমের মাধ্যমে ৭জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।এ উপলক্ষে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক জয়নাল আবেদীনের সভাপতিত্বে আযোজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিমুলিয়া বন্দরের উপ পরিচালক (সিএমপি) এস এম আলী আজগর,সহকারী পরিচালক (ট্রাফিক) সাহাদত হোসেন,ট্রাফিক ইন্সপেক্টর মো:সোলেমান হোসেন, লঞ্চ ও স্পীডবোট মালিকসহ সংশ্লিষ্ট নৌযান চালক ,স্টাফ ও শ্রমিকগণ।এ সময় শিমুলিয়া নৌরুটের পদ্মায় নৌযান ও যাত্রীদের নিরাপদে চলাচলের বিষয়ে নৌযান মাষ্টার,শ্রমিক ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণতা,দক্ষতা,সচেতনতার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক আলোকপাত করা হয়।
মন্তব্য চালু নেই