রিভিউ নিয়ে অ্যাটর্নি জেনারেলের অবস্থান পরিবর্তন
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন নিয়ে আগের অবস্থান থেকে সরে এলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রোববার দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কামারুজ্জামান রিভিউ করতে পারবেন কি না, সেটা একমাত্র সুপ্রিম কোর্টের ওপর নির্ভর করে।’
মাহবুবে আলম বলেন, ‘আসামিপক্ষ বলছে রিভিউ করার সুযোগ আছে, কিন্তু আমি বলছি রিভিউর কোনো সুযোগ নেই। কিন্তু সার্বিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার মালিক আদালত।’
প্রসঙ্গত, এর আগে অ্যাটর্নি জেনারেল বলে আসছিলেন, ট্রাইব্যুনাল আইন অনুযায়ী কামারুজ্জামান রিভিউয়ের কোনো সুযোগ পাবেন না।
মন্তব্য চালু নেই