কলারোয়ার খামারীদের ঘাষ চাষের উপর প্রশিক্ষণ প্রদান
প্রাণী পুষ্টি উন্নয়ন ও প্রয্ুিক্ত হস্তান্তর প্রকল্প এর অধীনে ২য় পর্যায়ের ২ দিন ব্যাপি ঘাষ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মাধম্যে শেষ হয়েছে।
কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত সমাপনি দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শশাংক কুমার মন্ডল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়।
কলরোয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ এস এম আতিকুজ্জামান উপস্থিত খামারীদেরকে হাতে কলমে উন্নত মানের ঘাষ চাষের উপর বিষদ প্রশিক্ষণ প্রদান করেন।
দুই দিন ব্যাপি ঐ প্রশিক্ষণ কর্মসূচীতে কলারোয়া উপজেলার ২৫ জন খামারী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার বিকালে অংশ গ্রহনকারীদের মধ্যে সনদ পত্র ও উন্নত নেপিয়ার ঘাসের কাটিং বিতরণ করা হয়।
মন্তব্য চালু নেই