শ্রেণিভুক্ত বিজ্ঞাপনে ভ্যাট আরোপ

যেকোন পত্রিকায় শ্রেণিভুক্ত (ক্লাসিফাইড) বিজ্ঞাপন দিলে সরকারকে ভ্যাট দিতে হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘পত্রিকায় ক্লাসিফাইড বিজ্ঞাপনের উপর ভ্যাট আরোপ করা হয়েছে। মৃত্যু সংবাদজনিত বিজ্ঞাপন ছাড়া পত্রিকায় প্রকাশিত অন্যান্য সব ক্লাসিফাইড বিজ্ঞাপনের ওপর বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহার করে ক্লাসিফাইড বিজ্ঞাপনকে ভ্যাটের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।’

উল্লেখ্য, ক্লাসিফাইড বিজ্ঞাপন বলতে জন্মদিন, বাড়িভাড়া, পাত্র-পাত্রপাত্রী, হারিয়ে যাওয়া ইত্যাদি বিজ্ঞাপনকে বোঝায়।

এছাড়াও পাউরুটি, বনরুটি ও এ ধরনের রুটি এবং হাতে তৈরি কেক ও বিস্কুট; প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং প্লাস্টিকের পাদুকা; স্থানীয়ভাবে উৎপাদিত হার্ডবোর্ড, বৈদ্যুতিক জেনারেটর ইত্যাদি পণ্য এবং ট্রাভেল এজেন্সি, মেডিটেশন সেবা ইত্যাদি ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।



মন্তব্য চালু নেই