পাঁচবিবির গ্রামীন জনপদের একটি রাস্তায় ৫ বছরেও কোন মাটি পরেনি
তোহা আলম প্রিন্স ॥ পাঁচবিবি (জয়পুরহাট) থেকে : জয়পুরহাটের পাঁচবিবির উপজেলার বাগজানা ইউনিয়নের গ্রামীন জনপদ ৪ নং ওয়ার্ডের পঃ রামচন্দ্রপুর গ্রামের এই রাস্তাটিতে গত ৫ বছরেও এক ডালা মাটি কেঁটে ও সংস্কার করেনি জনপ্রতিনিধিরা। ফলে বর্ষা মৌসমে এ গ্রামের প্রায় ২ শতাধীক নারী, পুরুষ, শিশু কিশোররা চরম দুর্ভোগের মধ্যে রাস্তা চলা চল করছে। গ্রামবাসীর অভিযোগ বর্তমান সরকার গ্রামীন জনপদের রাস্তা ঘাট উন্নয়নের জন্য ৪০ দিনের কর্মসূচী, এল.জি.এসপি, টিআর, কাবিখা প্রকল্প সহ নানা বরাদ্দ দিয়ে থাকেন। ইউনিয়নের অন্য ওয়ার্ডের অনেক রাস্তা ঘাট সংস্কার হলেও এই আবহেলিত ওয়ার্ডের রাস্তাটিতে গত ৫ বছরের এক ডালা মাটি না পরায় ক্ষুদ্ধ গ্রামবাসী। এ ব্যাপারে ৪ নং ওর্য়াডের ইউপি সদস্য শহিদুল ইসলামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এই বছর উক্ত রাস্তাটি ইট সলিং এর পরিকল্পনা নেওয়া হয়েছে।
মন্তব্য চালু নেই