দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকার কারণে দেশে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে এবং দেশের অর্থনৈতিক ভিত্তি দৃঢ়তর হচ্ছে।’

বুধবার (১ জুন) বিকেলে দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশনে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য এমএ আউয়ালের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমানের অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসী যাতে যানজটমুক্ত ও নির্বিঘ্নে বাড়ি আসা-যাওয়া করতে পারে সে লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (২ জুন) আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হবে।’

আন্তঃমন্ত্রণালয়ের সভায় ৩২টি প্রস্তাব বিবেচনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এসব সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় কার্যক্রম গ্রহণ করবে বলে প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, ‘আসন্ন ঈদুল ফিতরে জনসাধারণ আরও স্বাচ্ছন্দে, আনন্দঘন পরিবেশে ও নির্বিঘ্নে বাড়ি আসা-যাওয়া করতে পারবে।’



মন্তব্য চালু নেই