ঝড়ে ভেসে লোকালয়ে হরিণ
গত শনিবার বাংলাদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রোয়ানু। এ সময় জোয়ারের পানিসে ভেসে লোকালয়ে চলে এসেছে কয়েকটি হরিণ।
ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন চর কুকরি-মুকরির ৩ নং ওয়ার্ডের নবীনগর এলাকার মনুরা বাজারে তিনটি হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা রোববার বন বিভাগে খবর দেয়। এছাড়া নোয়াখালীতেও নিঝুম দ্বীপ থেকে কয়েকটি হরিন ভেসে লোকালয়ে চলে এসেছে।
ভোলা বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, হরিণগুলোকে উদ্ধার করে কুকরির গহীন অরণ্যে অবমুক্ত করা হয়েছে।
রোয়ানুর প্রভাবে নদ-নদীতে স্বাভাবিকের তুলনায় ৪/৫ ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হয়। ওই সময়ই হরিণগুলো ভেসে আসে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন মঞ্জু।
তিনি বলেন, “ঝড়ের সময় চর কুকরি-মুকরির এলাকার অধিকাংশ বন কয়েক ফুট পানিতে প্লাবিত হয়। তখন জোয়ারের পানিতে তিনটি হরিণ নবীনগর এলাকায় চলে আসে।
মন্তব্য চালু নেই