ছোট মানুষদের ফ্যাশন শো (ভিডিও)
প্যারিসের ফ্যাশন উইকে এবার র্যাম্পে হাঁটলেন ১৫ বামন মানুষ। তাদের র্যাম্পে হাঁটা দুনিয়ার ফ্যাশন ধারণাই পাল্টে দিয়েছে। সেখানে হাঁটতে পেরে অনেক বামনই নিজের আবেগ ধরে রাখতে পারেননি। তারা আবেগে কেঁদে ফেলেন।
মূলত এই ফ্যাশন শো ফ্যাশন বোদ্ধা ও ফ্যাশন প্রেমীদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। তাহলে আসুন ভিডিওতে দেখে নেই সেই বামন সুন্দরীদের।
মন্তব্য চালু নেই