ডিআরইউ’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
রিপোর্টারদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার। রাজধানী ঢাকায় সকল গণমাধ্যমে কর্মরত রিপোর্টারদের অধিকার আদায়, পেশাগত উন্নতি আর মর্যদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৫ সালের ২৬ মে ডিআরইউ-এর জন্ম হয়। সংগঠটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন শফিকুল কবির।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (বৃহস্পতিবার) ডিআরইউ ক্যাম্পাসে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- সকাল ১১ টায় জাতীয় পতাকা, সাংগঠনিক পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীর উদ্বোধন। এরপর সকাল সাড়ে ১১টায় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি ডিআরইউ ক্যাম্পাস থেকে মুক্তিযুদ্ধ যাদুঘর-জাতীয় প্রেস ক্লাব হয়ে পুনরায় ডিআরইউ’তে এস শেষ হবে।
এছাড়া দুপুর ১২টায় ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিআরইউ ক্যাম্পাস আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
মন্তব্য চালু নেই