৯ পৌরসভায় ভোট গ্রহণ চলছে

নরসিংদীর ঘোড়াশাল, রায়পুরা, লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালীর নোয়াখালী সদর, সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড় পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয়েছে।

মেয়র পদে দলীয় ২১ জন ও স্বতন্ত্র ৫ জন, সাধারণ সদস্য পদে ৩১৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৭০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে ১৩৩টি ভোটকেন্দ্রের ৮৯৭ ভোটকক্ষে মোট ৩ লাখ ১৩ হাজার ৬৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এর আগে দেশে পৌর নির্বাচন হলেও বিভিন্ন কারণে এ পৌরসভাগুলোতে নির্বাচন করা সম্ভব হয়নি।

বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা রয়েছে; যা কার্যকর থাকবে ২৬ মে সকাল ৬টা পর্যন্ত। একই সঙ্গে আজ রাত ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে নির্বাচনী এলাকায় সব ধরনের নৌযান চলাচলেও।



মন্তব্য চালু নেই