সিরাজদিখানে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে ৪ যাত্রী নিহত : আহত ১৩

নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানে পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে ৪ যাত্রী নিহত ও আরো ১৩ জন আহত হয়েছেন। সোমবার ভোর ৪ টার দিকে উপজেলার নীমতলা কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় জানা যায়। তারা হল- রাজধানীর শনির আখড়া চব্বিশপুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে রাহাত মিয়া (২২),জয়নাল আবেদীনের পুত্র রফিক (১৬) ও রুস্তম আলীর পুত্র শুভ (২৩)। অপর জনের নাম জানা যায়নি। সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান সড়ক দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান, জেলার লৌহজং উপজেলার মাওয়া থেকে যাত্রীবোঝাই করে একটি পিকআপ ভ্যান ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সিরাজদিখানের নীমতলা কলাবাগান এলাকায় পৌছলে বিপরীত থেকে আসা মাওয়াগামী পণ্যবোঝাই একটি ট্রাক যাত্রীবোঝাই ওই পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়।এ সময় পিকআপ ভ্যানটি মহাসড়কে উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে পিকআপ ভ্যানের চালক রাজুসহ ১৭ যাত্রী গুরুতর আহত হয়। তাদের আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার ৩ জনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসারত অবস্থায় সেখানে আরো ১ জনের মৃত্যু হয়। মহাসড়কের হাঁষাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই তাজুল ইসলাম জানান, হতাহতরা ঢাকার শনির আকড়াসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা শবে-বরাতের রাতে ঢাকা থেকে মুন্সীগঞ্জের মাওয়া পদ্মা পাড়ে ঘুরতে আসে। ভোরের দিকে পিকআপ ভ্যানে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে দুর্ঘটনা কবলিত হয়।



মন্তব্য চালু নেই